সোমালিয়ায় বড়দিন উদযাপন নিষিদ্ধ

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১০:২৯:১১


Barodinব্রুনাইয়ের পর এবার সোমালিয়াতেও খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমালিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব শেখ মোহাম্মদ খায়রো এক বিবৃতিতে জানিয়েছেন, ক্রিসমাস ও নিউ ইয়ার উদযাপন এ দেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের সঙ্গে যায় না। তাই দেশে এ ধরনের তৎপরতা চলতে দেয়া হবে না।

সোমালিয়ায় বড়দিন উদযাপনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন দেশটির ধর্মীয় পরিষদের সর্বোচ্চ নেতা শেখ নুর বারুদ গুরহানও। তিনি বলেছেন, এ জাতীয় উদযাপনের ফলে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। গতবছর বড়দিনে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান উইনিয়নের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ওই গোষ্ঠীটি। ওই হামলায় তিন মার্কন সেনা নিহত হয়েছিল।

এর আগে বড়দিন উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে আইন পাস করেছে এশিয়ার তেলসমৃদ্ধ দেশ ব্রুনাই। নিষিধাজ্ঞা অমান্য করা হলে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ারও বিধান রয়েছে।