
নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ সফলভাবে শেষ হওয়ার পর আগামী ডিসেম্বরে আরেকটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১২ ও ১৫ ডিসেম্বর এই ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ নির্ধারণ করে আজ বুধবার সকালে মালদ্বীপ, ভূটান ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। এদের মধ্যে যে কোনো একটি দল এই ইন্টারন্যাশনাল টায়ার-১ সিরিজে অংশ নিতে পারে।
বাংলাদেশ ফুটবল ফেডারশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, আমরা এই তিন দেশের যে কোনো একটি দেশ নিয়ে ওই সিরিজটি আয়োজন করতে চাচ্ছি। যদি একাধিক দল খেলতে আগ্রহ প্রকাশ করে, তাহলে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করা হতে পারে। তবে, দুই দলের সিরিজ হওয়ার সম্ভাবনাই বেশি।
আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচ শেষে পরদিন রাতেই জাতীয় ফুটবল দল ঢাকা ফিরবে। এরপরই ডিসেম্বরের সেই সিরিজের জন্য ফুটবল দলের ক্যাম্প শুরু হবে।
সানবিডি/নাজমুল/০৪:৩২/১৮.১১.২০২০