কাতার সফরে ২৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-১৮ ১৯:২২:৫৩

ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের ম্যাচের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে খুব বেশি অদলবদল করা হয়নি নতুন স্কোয়াডে।
ইনজুরির কারণে ঢাকা আবাহনীর গোলকিপার শহীদুল আলম নেই কাতার সফরে। আর নেপাল সিরিজে ইনজুরিতে পড়া অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল স্কোয়াডে ফিরেছেন।
ম্যাচ খেলতে বৃহস্পতিবার কাতার যাচ্ছে জাতীয় দল।
বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, মঞ্জুরুর রহমান মানিক, রায়হান হাসান
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, রবিউল হাসান, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা, মোহাম্মদ ইব্রাহিম, মামুনুল ইসলাম মামুন
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, সুমন রেজা, এম এস বাবলু, মাহবুবুর রহমান, সাদ উদ্দীন, রাকিব হোসেন।
সানবিডি/নাজমুল/০৭.১৯/১৮.১১.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












