বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকার শীর্ষে ওঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন ওই জনমত জরিপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন সপ্তম স্থানে। বিশ্বের ৬৫টি দেশের নেতাদের ওপর চালানো হয়েছিল ওই জরিপ।
উইন/গ্যালপের করা আন্তর্জাতিক বিশ্ব নেতাদের সূচকে ওবামা পেয়েছেন শতকরা ৫৯ ভাগ ভোট। তার বিপক্ষে ভোট পড়েছে ২৯ ভাগ। তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, শতকরা ৭৬ ভাগ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৬৭ ভাগ এবং ল্যাটিন আমেরিকা, সাব সাহারা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে ৬৫ ভাগ করে ভোট পেয়েছেন।
তবে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান চালানো সত্ত্বেও এ জনমত জরিপে ভালো করতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শতকরা ৩৩ ভাগ ভোট পেয়ে তিনি রয়েছেন তালিকার পাঁচ নম্বরে।
এই তালিকার সেরা দশে জায়গা করে নেয়া অন্য নেতারা হলেন: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল (দ্বিতীয়), যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (তৃতীয়,), ফ্রাঁসোয়া ওঁলাদে (চতুর্থ), চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (ষষ্ঠ), ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ (অষ্টম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ (নবম) ও ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি (দশম)।