বাংলাদেশের চার ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। দল পাওয়া এই চার বাংলাদেশি ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে পিএসলের প্রথম আসর বসবে।
জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ শেষ হওয়ার পর এশিয়া কাপ শুরুর (২৪ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত বাংলাদেশ দলের আর কোনো খেলা নেই। ফলে পিএসএলে খেলার জন্য এই চার ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি, অনাপত্তি পত্র) দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সন্ধ্যায় সভা শেষে এমনটাই জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
পিএসএলে বাংলাদেশি চার ক্রিকেটারের খেলা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘পিএসএলে খেলার জন্য ক্রিকেটাররা অনুমতি পাবে। তবে জাতীয় দলের প্রয়োজনে তাদের ফিরে আসতে হবে। যে কোনো খেলোয়াড়ের এনওসি দেয়ার আগে কথা থাকে, ন্যাশনাল কমিটমেন্ট থাকলে তাদের অংশগ্রহণ করতে হবে। যদি কারও ইনজুরি সমস্যা থাকে, সেক্ষেত্রে রিহ্যাব প্রোগ্রাম থাকলে তাকে আমরা এনওসি দেব না।’