
দেশের ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের লক্ষ্যে বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তনি বলেন, এটি চালু হলে ফায়ার কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, বিদেশ থেকেও লোকজন এসে এই একাডেমিতে প্রশিক্ষণ নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সারাদেশে বর্তমানে ৪৩৬টি ফায়ার স্টেশন চালু রয়েছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।’
সানবিডি/এনজে/৪:৫৬/১১.১৯.২০২০