দ্রুততম সময়ে ফাইনাল পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদানের দাবিতে চতুর্থ বর্ষের (৪৫ তম ব্যাচ) শিক্ষার্থীরা (১৯ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে তারা বলেন, করোনা মহামারীর ফলে ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে বিলম্বিত অবস্থায় কিছু কিছু বিভাগে অনলাইন ক্লাস চললেও, ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ায় তারা উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরির ক্ষেত্রে রয়েছেন অনিশ্চয়তার মধ্যে। এদিকে চুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করেছে উল্লেখ করে তারা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (চূড়ান্ত পর্ব) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করে ২০২০ সালের মধ্যে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানান।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সুষ্ঠ ভাবে পরীক্ষা গ্রহণের প্রয়োজনে শিক্ষার্থীরা পাঠ্যসূচি সংক্ষিপ্তকরন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পিসিআর ল্যাব ব্যবহার করে বিনামূল্যে করোনা পরীক্ষা করা , প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব হলে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে সকল কোর্স সমাপ্ত করে ১৫ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার সংশোধিত রুটিন প্রদান করে আগামী বছরের ১৫ জানুয়ারীর মধ্যে পরীক্ষা সম্পন্ন করার দাবি জানান
বক্তারা আরো বলেন, পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্যের সাথে আলাপ করা হলে তিনি বিদ্যমান পরিস্থিতির জন্য সমবেদনা প্রকাশ করেন। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে হল খোলা রেখে পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেন তিনি। তবে দ্রুতসময়ের মধ্যে সংকট নিরসনের আশ্বাস প্রদান করেন উপাচার্য।
উল্লেখ্য, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা পূর্বে চুড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে ১২ ই নভেম্বর, বৃহষ্পতিবার রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন করেছে।
সানবিডি/নাজমুল/০৬:৫০/১৯.১১.২০২০