২০২০ সালের গোল্ডেন বয় হলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১১-২১ ১৩:২১:১২


২০২০ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান তরুণ ফুটবলার আর্লিং ব্রট হালান্ড।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের জন্য প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান দৈনিক টুট্টোস্পোর্ট। তাদের এবারের গোল্ডেন বয় নির্বাচিত হয়েছেন হালান্ড।

টুট্টোস্পোর্টের দেয়া এই গোল্ডেন বয় পুরস্কারের সবশেষ জয়ী ছিলেন পর্তুগিজ তরুণ হোয়াও ফেলিক্স। আর এবার সেটি গেল বরুশিয়ার তরুণ প্রতিভার হাতে। ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ গোল্ডের বয় নির্বাচিত হয়েছেন হালান্ড।

 

সানবিডি/নাজমুল/০১:২০/২১.১১.২০২০