নির্বাচনের আগেই বিএনপি হেরে গেছে

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১৫:১৬:০১


ফাইল ছবি
ফাইল ছবি

নির্বাচনের আগেই বিএনপি হেরে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, গত ৮টি সিটি করপোরেশন নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পৌর নির্বাচনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। বিএনপি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের আগেই হেরে গেছে।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর নির্বাচনে সর্বাত্মক নিরাপত্তা দেয়ার কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার। সমস্ত নিয়ম নীতি মেনেই নির্বাচন সম্পন্ন করা হবে।’

এ সময় বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করে রাজনৈতিকভাবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

‘নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু তারা বিদেশি কূটনীতিকদের মাধ্যমে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছে। নির্বাচনের কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হবে না। সেনাবাহিনী নামানোর কোনো যৌক্তিকতা দেখি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারশন খালেদা জিয়াকে অনেকেই উন্মাদ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন। আমি বলব বেগম জিয়া উন্মাদ হননি। তিনি যা কিছু করেছেন ঠান্ডা মাথায় করছেন। এ অবস্থায় আমাদেরও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া একাত্তরের চেতনায় বিশ্বাস করেন না। ২৫ মার্চের গণহত্যা তার জানার কথা নয়। সে সময় তিনি সেনাঘাঁটিতে নিরাপদে দিন কাটিয়েছেন। তার গণহত্যা দেখার কথা নয়। সে সময় তিনি জেনারেলের আঙিনায় ছিলেন। জেনারেলের মৃত্যুতে তিনি শোকবাণী দিয়েছেন।’

মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, ‘আপনারা চাকরি থেকে অবসরে গেছেন। কিন্তু মুক্তিযোদ্ধা থেকে সরে যাননি। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।’