ভারতে তুলার মুল্য বৃদ্ধির সম্ভাবনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৪:০৮:৩১


মহামারি করোনাভাইরাসের প্রভাবে চলতি বছরের শুরুর দিকে ভারতের বাজারে তুলার দাম অনেকটাই কম ছিল। তবে সময় যত গড়িয়েছে পণ্যটির বাজার পরিস্থিতি ততই ঊর্ধ্বমুখী হয়েছে। তুলার বাজারে এমন চাঙ্গা ভাব আরো জোরালো হতে পারে ২০২১ সালের শুরুর দিকে। মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বাড়তি চাহিদার বিপরীতে উৎপাদন সীমিত হয়ে আসার কারণে দেশটিতে তুলার মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখেছেন বিশ্লেষকরা। মূল্যবৃদ্ধির সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় চাষীদের চলতি বছরের পরিবর্তে আগামী বছরের শুরুর দিকে তুলা বিক্রির পরামর্শ দিয়েছেন অনেকেই। খবর বিজনেস রেকর্ডার ও বিজনেস স্ট্যান্ডার্ড।

গত বছরের ডিসেম্বরে ভারতের মান্দির পাইকারি বাজারে রফতানিযোগ্য তুলার দাম ছিল কুইন্টালপ্রতি ৫ হাজার রুপির (ভারতীয় মুদ্রা) আশপাশে। তবে করোনা মহামারী চলতি বছর ভারতীয় তুলার বাজারে বিদ্যমান পরিস্থিতি বদলে দেয়। এপ্রিল নাগাদ দেশটির বাজারে প্রতি কুইন্টাল তুলার দাম ৪ হাজার ২৫০ রুপিতে নেমে আসে। খাতসংশ্লিষ্টদের ভাষ্য, করোনা সংক্রমণ, দেশজুড়ে লকডাউন জারি, শ্রমিক সংকট এবং রফতানি খাতের শ্লথতার কারণে চলতি বছরের শুরুর দিকে ভারতের বাজারে তুলার দরপতন দেখা দেয়।

তবে বছরের মাঝামাঝি সময়ে এসে ঘুরে দাঁড়াতে শুরু করে তুলার বাজার। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা ক্রমশ বাড়তে থাকায় তুলার মূল্যবৃদ্ধি ঘটে। এ ধারাবাহিকতায় চলতি বছরের অক্টোবর নাগাদ ভারতের পাইকারি বাজারে প্রতি কুইন্টাল তুলার দাম ফের ৫ হাজার ৩০০ রুপিতে উন্নীত হয়। ভারতে করোনা সংক্রমণ না কমলেও বছরের মাঝামাঝি সময় থেকে লকডাউন শীথিল করায় রফতানিতে গতি ফিরতে শুরু করে। এটাই দেশটির বাজারে তুলার মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

সানবিডি/এনজে/২:১০/১১.২২.২০২০