
প্লেয়ার ড্রাফটে চমক দেখানো রাজশাহী খেলার শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খাওয়ার শঙ্কায় পড়েছে। রোববার (২২ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের সময় পায়ের গোড়ালির চোটে পড়েছেন সাইফউদ্দিন।
টুর্নামেন্ট শুরুর একদিন আগে রোববার (২২ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের সময় পায়ের গোড়ালির চোটে পড়েছেন ফেনির এ পেসার। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন সাইফউদ্দিন। তবে তার আঘান কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর মিডিয়া ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, আপাতত রেস্টে আছেন সাইফউদ্দিন। স্ক্যান করার পর বাকি অবস্থা জানা যাবে।
এছাড়া বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সাইফউদ্দিন টিমের সাথে রয়েছে। রাজশাহীর ফিজিওর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ওর অ্যাঙ্কেলে চোট লেগেছে। পরীক্ষা করার পর ইঞ্জুরির ধরন সম্পর্কে জানা যাবে।
চোট পাওয়ার পর ক্রাচে ভর করে মাঠ ছাড়তে হয়েছে সাইফউদ্দিনকে। এখন সে আবার মাঠে ফিরতে পারবে কি-না তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। সাইফউদ্দিনের মাঠে ফেরাটা দীর্ঘায়িত হলে বেশ ভোগান্তিতেই পড়তে হবে রাজশাহীকে। কারণ, দলে ‘এ’ ক্যাটাগরির কোন খেলোয়াড় নেই। তারকা খেলোড়ায়ারদের মাঝে রয়েছে ‘ডি’ ক্যাটাগরির মোহাম্মদ আশরাফুল।
এদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার মুখোমুখি হতে হবে শান্তরা।
সানবিডি/নাজমুল/০৩:৪০/২২.১১.২০২০