টাকার মান রাখার চেষ্টা

চার মাসে ৪২০ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২২ ১৬:০১:০২


করোনাকালীন সময়ে টাকার মান ধরে রাখতে সক্রিয় কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য বাজার থেকে নিয়মিত ডলার কিনছে প্রতিষ্ঠানটি।  গত চার মাসে কেনা হয়েছে ৪২০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবারও ২০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এ নিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে চার মাসে অর্থাৎ ১৯ নভেম্বর পর্যন্ত ৪২০ কোটি ডলার (৪.৩০ বিলিয়ন) ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের সাড়ে আট মাসে কিনেছে ৫১০ কোটি ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, এর আগে কখনই এতো কম সময়ে এতো বেশি ডলার কেনেনি বাংলাদেশ ব্যাংক।