জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ১৭ ডিসেম্বর বৃহস্পতি বার বিকাল ৩টায় থিয়েটার এ- পারফরম্যান্স স্টাডি জ বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী প্রথম বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীতউলআলম। নাট্য উৎসবটিরসমাপনীঅনুষ্ঠানহয়২৩ ডিসেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে। সকলনাটকপ্রদর্শনকরাহয়উক্ত বিভাগের স্টুডিও থিয়েটারহলে।
এতে বিভাগের ২০১০-১১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা তাদের স্নাতক (সম্মান) শেষ বর্ষের নাট্য নির্দেশনা কোর্সের অংশ হিসেবে নাটক নির্দেশনা দিয়েছেন।
কোর্স শিক্ষক মুহাম্মদ রুহুল আমিন জানান, কিভাবে একটি নাটকের নির্দেশনা দিতে হয় একজন শিক্ষার্থী তা এই কোর্স অধ্যায়নের মাধ্যমে জানতে পারবে। নাট্য উৎসবে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় ২৯ টি নাটক প্রদর্শিত হয়। প্রতিদিনবিকাল ৩টা হতেনাট্য প্রদর্শনী শুরু হয় । প্রতিদিন ৪টি করে নাটক প্রদর্শিতহ য়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ট্রেজারার এ.এম.এম. শামসুররহমান।
সভাপতির আসন অলঙ্কৃত করেন, থিয়েটার এ- পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা। তিনিবলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে নাট্য শিক্ষার্থীরা চূড়ান্ত বর্ষে তাদের নাট্য নৈপুন্য প্রদর্শন এবং তাদের শিক্ষন পদ্ধতির উৎকর্ষতার নিদের্শক হিসেবে নিজেকে দর্শকের সামনে তুলে ধরবেন। প্রাক্সিস পদ্ধতিতে নাট্য শিক্ষার্থীরা ধারাবাহিকএ কাডেমিক কারিকুলাম হিসেবে নিয়মিত এই আয়োজনে অংশ নিয়েছে। যাতাদের পরীক্ষার একটি অংশ।। নাট্য প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য বিনা টিকেটে উন্মুক্ত রাখাহয়।
সানবিডি/ঢাকা/এসএস