করোনায় ধসের মুখে দক্ষিণ কোরিয়ার ইস্পাত উৎপাদন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৩ ১৪:২৩:১৯


করোনা মহামারির আগে থেকেই মন্দার মুখে ছিল দক্ষিণ কোরিয়ার ইস্পাত শিল্প। গত বছর উৎপাদন কমে আসায় শীর্ষ ইস্পাত উৎপাদনকারীদের বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্রের কাছে অবস্থান হারায় দেশটি। চলতি বছর দক্ষিণ কোরিয়ার ইস্পাত উৎপাদনে রীতিমতো ধস নামতে যাচ্ছে। চার বছর পর ফের দেশটিতে শিল্প ধাতুটির বার্ষিক উৎপাদন সাত কোটি টনের নিচে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এর পেছনে নভেল করোনাভাইরাসের মহামারীকে দায়ী করছেন বিশ্লেষকরা। খবর মেটাল বুলেটিন ও বিজনেস কোরিয়া।

এ বিষয়ে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দক্ষিণ কোরিয়া বিশ্বের পঞ্চম শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ ছিল। ওই বছর দেশটির কারখানাগুলোয় সব মিলিয়ে ৭ কোটি ২৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল। গত বছর দক্ষিণ কোরিয়ায় শিল্প ধাতুটির বার্ষিক উৎপাদন কমে দাঁড়িয়েছে ৭ কোটি ১৪ লাখ টনে, যা আগের বছরের তুলনায় ১১ লাখ টন কম। এর মধ্য দিয়ে ইস্পাত উৎপাদনকারীদের বৈশ্বিক শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্রের কাছে একধাপ অবস্থান হারিয়ে ৬-এ নেমে এসেছে দেশটি।

চলতি বছর দক্ষিণ কোরিয়ার ইস্পাত শিল্পের চ্যালেঞ্জ আরো বেড়েছে। কোরিয়া আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (কেআইএসএ) ও ডব্লিউএসএর তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে, ২০২০ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার কারখানাগুলোয় ৪ কোটি ৯৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-সেপ্টেম্বরে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৭ দশমিক ৫ শতাংশ।

দেশটিতে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন কমার ৭ দশমিক ৫ শতাংশ এ হার বৈশ্বিক গড়ের তুলনায় বেশি। চলতি বছরের প্রথম নয় মাসে বিশ্বজুড়ে শিল্প ধাতুটির উৎপাদন কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জাপানে কমেছে ১৯ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র ও ভারতে যথাক্রমে ১৮ দশমিক ৮ শতাংশ ও ১৬ দশমিক ৫ শতাংশ হারে ইস্পাত উৎপাদন কমে গেছে। গত জানুয়ারি-সেপ্টেম্বরে শুধু চীনে শিল্প ধাতুটির উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।

সানবিডি/এনজে/২:২০/১১.২৩.২০২০