চলে গেলেন অভিনেত্রী সাধনা শিবদাসানি। বয়স হয়েছিল ৭৪ বছর। এক বছর আগে টিউমার ধরা পড়ে। সেই থেকে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
১৯৫৯ সালে ‘লাভ ইন সিমলা’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। এর পর ‘উও কওন থি’, ‘ওয়াক্ত’, ‘মেরে মেহবুব’–এর মতো একের পর এক হিট ছবি। অভিনয়ের পাশাপাশি সাধনা বিখ্যাত ছিলেন তাঁর হেয়ারকাটের জন্য। কপালের ওপর ছোট করে কাটা চুল— পরে যার নাম হয়েছিল ‘সাধনা কাট’।