মেহেদির ঝড়ো ফিফটিতে রাজশাহীর সংগ্রহ ১৬৯
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৬:১৪:৩২

আজ মঙ্গলবার শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে রাজশাহীর দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন। তবে শুরুটা দুর্দান্ত হলেও মাঝে টানা কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। কিন্তু মেহেদি হাসানের ঝড় আর নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে মিনিস্টার রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৪ নভেম্বর) সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীন স্টেডিয়ামে উদ্বোধন হয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের।
রাজশাহী একাদশ: মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদি, এবাদত হোসেন, মুগ্ধ, আনিসুল ইমন।
ঢাকার একাদশ: মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেক, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।
সানবিডি/এনজে/৪:১৪/১১.২৪.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












