কোন রহস্যে অস্ট্রেলিয়া দল আসবে না, প্রশ্ন কাদেরের
আপডেট: ২০১৫-১০-০১ ১৪:৩২:০০

কোন রহস্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসবে না- এমন প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় অডিটোরিয়ামে (টিএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন তুলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ ক্রিকেট নিয়ে রাজনীতি করে না। ক্রিকেট প্রেমীদের নিয়ে কেউ রাজনীতি করবেও না।
এসময় আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, ৯০ এর দশকে টেস্ট ক্রিকেট নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছিলো। বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে কি তারই ধারাবাহিকতা?
‘ঢাকায় বিদেশি নাগরিক হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে এটা বড় রহস্য’ যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, অপশক্তি শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। তারা আমাদের ভবিষ্যৎকে হত্যা করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন যাদের বুকে জ্বালা ধরিয়েছে তারাই দেশে-বিদেশে অশুভ তৎপরতা চালাচ্ছে।
এসময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বে থাকা সকল নেতাদের সাবধানে বক্তব্য রাখার পরামর্শ দেন।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি পার করা কঠিন হয়ে পড়েছে। তাই সবাইকে বলবো ঠাণ্ডা মাথায় দায়িত্ব পালন করুন। সবাই দায়িত্বজ্ঞানহীন কথা বলা থেকে বিরত থাকুন।
ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













