২০১৫ তে বিশ্ব দেখেছে নেপালের ভুমিকম্প থেকে প্যারিস হানা। এই রকমই উল্লেখযোগ্য ১৩টি খবর এখানে সাজিয়ে দেওয়া হল। এক নজরে সেই খবরগুলি চোখ বুলিয়ে নিন-
চার্লি হেবডো: বছরের শুরুতেই রক্তাক্ত হয় প্যারিস। আচমকা একদিন ফরাসি পত্রিকা চার্লি হেবডোর অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কয়েকটা বন্দুকবাজ। মুখে ইসলামিক স্লোগান। গত চার দশকে এটাই সবথেকে ভয়াবহ হামলা ছিল প্যারিসে। গুলিতে মৃত্যু হয় ১২ জন সাংবাদিকের। ক্ষোভে গর্জে ওঠে প্যারিসের মানুষ। মুখে স্লোগান আর হাতে প্ল্যাকার্ডে লেখা 'জে সুস চার্লি' বা 'আই অ্যাম চার্লি'।
নেপাল ভূমিকম্প: ২৫ এপ্রিল। সকাল ১১ টা ২৫ মিনিটে আচমকা কেঁপে ওঠে ভারত সহ বেশ কয়েকটি দেশ। আঁচ পাওয়া যায় ভূমিম্পের। মুহূর্তের মধ্যে জানা যায়, উৎসস্থল নেপাল। ততক্ষণে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে গোটা দেশ। চোখের পলকে মাটিতে মিশে গিয়েছে 'ধারহারা' টাওয়ারের মত বড় বড় বিল্ডিং। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় হাজার হাজার মানুষের। শুধুমাত্র নেপালেই মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় ১০,০০০। এখনও সেই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পারেনি নেপাল।
আইএস দখলে পামিরা: গত মে মাসে ঐতিহাসিক শহর পামিরা দখল করে আইএস। মন্দির, থিয়েটার সহ একাধিক রোমান ইতিহাসের নিদর্শন বুকে দাঁড়িয়ে ছিল সিরিয়ার এই শহর। দীর্ঘদিন ধরে পর্যটক আর ইতিহাসের গবেষকদের আনাগোনা এই শহরে। আপাতত সেটা জঙ্গি দকলে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সব নিদর্শন। কোনোটা ল্যান্ড মাইন দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে।
ইরান পরমাণু চুক্তি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সমঝোতায় পৌঁছল ওয়াশিংটন ও তেহরান৷ বহু বাধা পেরিয়ে ইরান ও ছ’টি দেশের মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক পরমাণু চুক্তি৷ নতুন এই চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু ক্ষেত্রগুলি নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে সম্মত হয়েছে তেহরান সরকার৷ তবে শুধু পরমাণু কেন্দ্র নয়, ইরানের সামরিক ক্ষেত্রগুলিতেও রাষ্ট্রসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার থাকবে।
সমকামী বিবাহ আইনি: ২৭ জুন সকাল ১০ টা। মার্কিন আদালত থেকে ঘোষণা করা হল ঐতিহাসিক রায়। বৈধ হিসেবে ঘোষণা করা হল সমলিঙ্গ বিবাহকে। দেশ জুড়ে শুরু হয়ে যায় উৎসবের মেজাজ। বিয়ের জন্য তোড়জোড় শুরু করেন সমকামী প্রেমিক ও প্রেমিকারা।
প্লুটো-র আকাশে নাসা: সৌরমণ্ডলের শেষ গ্রহ প্লুটোর আকাশেও পৌঁছল নাসার মহাকাশযান 'নিউ হরাইজনস'। ১৪ জুলাই সন্ধেয় ঘণ্টায় প্লুটোকে অতিক্রম করে এই মহাকাশযান। গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫,০০০ কিলোমিটার। নিউ হরাইজনস উড়ে গেল প্লুটো থেকে ১২,৫০০ কিলোমিটার দূর দিয়ে। যেতে যেতে প্লুটোর ছবিও পাঠিয়ে গেল পৃথিবীতে।
গ্রিস সংকট: ঋণ সংকটে ভেঙে পড়ল গ্রিস। সংকট কাটাতে হয় গণভোট। পদত্যাগ করেন গ্রিসের প্রধানমন্ত্রী।
প্রকাশ্যে শিশু শরণার্থী আয়লানের ছবি: সিরিয়ার শরণার্থী শিশু আয়লানের মৃতদেহের ছবি আলোড়ন ফেলে বিশ্বজুড়ে। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই নিজের মত বদলান বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যেমন সিরিয়ার শরণার্থীদের জন্য চার হাজার নতুন শিবিরের ব্যবস্থা করেন। শরণার্থীদের জন্য বাড়তি আশ্রয়ের বন্দোবস্ত করে ফ্রান্সও।
চিনে বিস্ফোরণ: পেট্রোল পাম্প থেকে বিস্ফোরণে কেঁপে ওঠে চিনের তিয়ানজিন শহর। মুহূর্তের মধ্যে ঝলসে যায় শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্। মৃতের সংখ্যা ৮০০ পেরিয়ে যায়। কঙ্কালের আকার নেয় গোটা শহর।
মক্কায় জোড়া দুর্ঘটনা: ইদ-উল আজহার পবিত্র মুহূর্তের সাক্ষী থাকতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছিল মক্কা সংলগ্ন মিনায়। বেলা বাড়তে সেই মিনাই হয়ে উঠল মৃত্যুপুরী। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যায়। তার আগে ওই মাসেই মক্কার জামা মসজিদে একটি বৃহদাকার ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় শতাধিক হজযাত্রীর৷
দুর্ঘটনায় রাশিয়ান বিমান: ২২৪ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে রাশিয়ান বিমান 7k9268। রাশিয়ার শর্ম ইল-শিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার ২৩ মিনিটের মধ্যেই মধ্য সিনাইয়ে ভেঙে পড়ে এটি। ওই বিমানের কর্মী সহ সমস্ত যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনার দায় শিকার করে আইএস। এমনকী তারা বিস্ফোরকের ছবিও প্রকাশ করে।
প্যারিস হামলা: ১৩ নভেম্বর প্যারিসে হামলা চালাল একদল জঙ্গি। হামলা হয় কনসার্ট হলে। মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। ঘটনায় অভিযুক্ত আইএসইআএস। এই ঘটনার পরই আইএস জঙ্গি মারতে বিমান হামলা চালাতে শুরু করে ফ্রান্স।
জুকারবার্গের সম্পত্তি দান: কন্যাসন্তানের জন্মের পরই নিজের সম্পত্তির ৯৯ শতাংশ দান করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। মেয়ের জন্য পৃথিবী গড়তেই এই দানের ঘোষণা করেন তিনি।