
কমনওয়েলথ বিটুবি হাই লেভেল ভারচ্যুয়াল মিটিংয়ের উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে অর্থনীতিতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছেন।’
সোমবার রাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমনওয়েলথ বিটুবির তৃতীয় সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে আলোচ্য বিষয় ‘প্রাইভেট সেক্টরে ডিজিটাল অ্যান্ড গ্রিন বিজনেস রিকভারি’র ওপর বক্তব্য দেওয়ার সময় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ডিজিটালাইজেশনে অগ্রগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সের মধ্যে অর্ধেক কাজ করছেন বাংলাদেশের নারীরা। কোভিড-১৯-এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের অর্ধনৈতিক প্রবৃদ্ধি ৫.২৪ ভাগ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।’
সানবিডি/এনজে/৬:০৯/১১.২৪.২০২০