
নিউজিল্যান্ডের সেই ক্রাইস্টচার্চে এখন অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। যে ক্রাইস্টচার্চে ২০১৯ সালের একেবারে শুরুতে এক জঙ্গির নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৫০ জনেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম। সেই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ শুরুর আগে সেই ক্রাইস্টচার্চেই বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তানি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন নিশ্চিত করার জন্য সেনা প্রহরা বসিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে ক্রিকেট পাকিস্তান ডটকম জানিয়েছে, তারা যে তথ্য পেয়েছে তাতে জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলকে পুরোপুরি সেনা তদারকির মধ্যেই রাখা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের পুরোটা সময় পাকিস্তান ক্রিকেট দল পুরোপুরি সেনা তত্ত্বাবধানেই থাকবে। মূলতঃ সঠিকভাবে কোয়ারেন্টাইন পালন, স্থানীয়ভাবে গ্রহণকরা কোভিড-১৯ এর জন্য যত নিয়ম-নীতি রয়েছে- সবগুলো সুন্দরভাবে যাতে পাকিস্তানি ক্রিকেটাররা পালন রকতে পারে, সে জন্যই এই সেনা তত্বাবধানের ব্যবস্থা করা হয়।
সানবিডি/এনজে/৫:১৬/১১.২৫.২০২০