পুঁজিবাজারে আসার অনুমোদন পেল সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৫ ২০:০৪:৩১
নতুন প্রজন্মের ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংককে পুঁজিবাজারে আসার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের আবেদন প্রেক্ষিতে আজ বুধবার (২৫ নভেম্বর,২০২০) ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। অনুমোদনের চিঠি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,এখন ব্যাংকটি ইস্যু ম্যানেজারের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) আবেদন করবে। বিএসইসি সব কিছু দেখা শুনে কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) অনুমোদন দিবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ব্যাংকটি পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা তুলবে। ২০২০ সালের আর্থিক প্রতিবেদন দিয়ে ব্যাংকটি আইপিও’র জন্য আবেদন করবে। ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এ প্রসঙ্গে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী বলেন, ব্যাংকের সেপ্টেম্বর’২০ ভিত্তিক আর্থিক বিবরণী নিরীক্ষার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই আইপিও লিপিবদ্ধের জন্য আমরা বিএসইসিতে আবেদন করা হবে। তিনি বলেন, আইপিও’র মাধ্যমে উত্তোলিত একশ’ কোটি টাকার সিংহভাগই সরকারের বিভিন্ন সিকিউরিটিজ ও শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।
এসবিএসি ব্যাংক সূত্র জানায়, একশ’ কোটি টাকা সংগ্রহের জন্য ব্যাংক ১০ কোটি শেয়ার বাজারে ছাড়বে; প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা। জুন’২০ ভিত্তিক ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ, ব্যাসেল অনুসারে এই হার প্রয়োজন ১২ দশমিক ৫০ শতাংশ। চলতি বছরের নয় মাসে তথা সেপ্টেম্বর’২০ শেষে ব্যাংকের ইপিএস হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৯৮ পয়সা। ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং সেপ্টেম্বর’২০ শেষে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা। সেপ্টেম্বর’২০ শেষে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো।
উল্লেখ,সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদন পেয়েছে ২০১৩ সালে। সারা দেশে ব্যাংকটির ৮২টি শাখা রয়েছে। উপ-শাখা ১০টি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ