অনুদান পাচ্ছেন দেশি-বিদেশি ৩৬ স্টার্টআপ উদ্যোক্তা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৫ ২০:১৯:০৬

দেশি-বিদেশি বিভিন্ন রকমের স্টার্টআপ উদ্যোক্তাদের অনুদান দেওয়ার জন্য প্রথমবারের মতো শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২০’। নতুন এই আয়োজনের মাধ্যমে একজন স্টার্টআপকে এক লাখ মার্কিন ডলার এবং আরও অন্তত ৩৬ স্টার্টআপ উদ্যোক্তাকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট বা বিগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এ সময় বিগ-এর ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ স্টার্টআপ উদ্যোক্তাকে অনুদান দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে এই মেগা ইভেন্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রতিবছরই এই ইভেন্টের আয়োজন করা হবে। মূলত তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে সরকারের আইসিটি বিভাগ এই উদ্যোগ নিয়েছে।
সানবিডি/এনজে/৮:১৬/১১.২৫.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













