মিনিস্টার গ্রুপ রাজশাহীর টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৬ ১৭:৫৩:১৪


 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল নাজমুল হোসেন শান্তও মিনিস্টার গ্রুপ রাজশাহী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী।

এ জয়ে সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনার চেয়ে এগিয়ে গেল মিনিস্টার রাজশাহী। উদ্বোধনী দিনে দুই দলই জয় তুলে নিয়েছিল তারা।

জেমকন খুলনার দেওয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৪ বলে ৫৫ রানের পর রনি তালুকদার-আশরাফুল ও ফজলে মাহমুদের ব্যাটে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মিনিস্টার গ্রুপ রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা : ২০ ওভারে ১৪৬/৬ (এনামুল ২৬, সাকিব ১২, শামীম ৩৫, আরিফুল ৪১*, শহীদুল ১৭* ; মেহেদী ৪-০-২৩-১, আরাফাত ৩-০-১৭-১, এবাদত ৪-০-২৭-১, মুকিদুল ৪-০-৪৪-২)

মিনিস্টার গ্রুপ রাজশাহী : ১৭.৪ ওভারে ১৪৭/৪ ( নাজমুল ৫৫, রনি ২৬, আশরাফুল ২৫*, মাহমুদ ২৪, নুরুল হাসান ১১*; সাকিব ৪-০-২৭-০, শফিউল ৩-০-২৪-০, শহীদুল ৩-০-২৭-১, রিসাদ ৩-০-৩৪-২)।

ফলাফল : মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ উইকেটে জয়ী।

 

সানবিডি/নাজমুল/০৫:৫৩/২৬.১১.২০২০