নরিংপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-২৬ ২০:১৪:৫৯


চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিংপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাজারের চৌরাস্তা এলাকায় শাখাটির কার্যক্রম শুরু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব বিজনেস অপারেশন মোঃ আসাদ-উজ জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবদুস সাত্তার। এছাড়া ব্যাংকের রামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহ, সিনিয়র অফিসার  মীর মোহাম্মদ সেলিম এবং বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে আম্বিয়া-সাত্তার ইন্টারন্যাশনাল।

সানবিডি/এনজে/৮:১৩/১১.২৬.২০২০