

‘জাইকা’ ভাইরাসের সংক্রমণ রোধে অদ্ভুত এক নির্দেশ দিয়েছে ব্রাজিল সরকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আগামি কয়েক দিনের জন্য দেশের সকলের দম্পতির প্রতি অন্তঃসত্ত্বা না হওয়ার অনুরোধ জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই পরিস্থিতিতে এমন অনুরোধ করা ছাড়া আর কোনও উপায় নেই। দয়া করে অন্তঃসত্ত্বা হবেন না।
এ মুহূর্তে ব্রাজিলের ২০টি রাজ্যের প্রায় আড়াই হাজার মানুষ মাইক্রোসেফালিতে (জাইকা ভাইরাস জনিত রোগ) আক্রান্ত। মারা গেছে ২৯ শিশু।দেশের ছয়টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে জাইকার সংক্রমণ সব চেয়ে বেশি। তবে পরে রিও ডি জেনেরিও, সাও পাওলোতেও সদ্যোজাতদের মাইক্রোসেফালি ধরা পড়ে।
‘মাইক্রোসেফালি’ এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা স্নায়ুতন্ত্রে অস্বাভাবিকত্ব। এ রোগে অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম হচ্ছে শিশুর।
সাধারণত ভ্রূণের মাথায় রক্ত কম পৌঁছলে বা জিনগত সমস্যায় অনেক সময় এই রোগ হয়। ব্রাজিলে কিন্তু রোগ ছড়াচ্ছে মশাবাহী জাইকা নামের ভাইরাস।
জাইকা ডেঙ্গু, জাপানি এনসেফ্যালাইটিস, ইয়োলো ফিভার গোত্রীয় ভাইরাস। এর প্রথম সন্ধান মেলে ১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডায় জাইকা অরণ্যের রিসাস বাঁদরের শরীরে। মানুষের দেহে এটি প্রথম পাওয়া যায় ১৯৬৮ সালে।
জাইকা ভয়াবহ আকার ধারন করে ২০০৭ সালে। ফিলিপিন্সের কাছে ইয়াপ দ্বীপপুঞ্জের চার ভাগের তিন ভাগ গ্রাস করে ফেলে এই ভাইরাস। এর পর ২০১৩ সালে এটির দেখা মেলে তাহিতি দ্বীপ ও পলিনেশিয়ায়।
সানবিডি/ঢাকা/এসএস