কেজিতে ১৬ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৮ ১৪:১৩:২৩


নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন তেলের দামবৃদ্ধি কোনোভাবেই থামছে না।লাফিয়ে বাড়ছে ভোজ্যতেলটির দাম। এ ধারাবাহিকতায় গত ১০-১৫ দিনের মধ্যে জেলার নিতাইগঞ্জ পাইকারি বাজারে খোলা বিক্রি হওয়া সয়াবিন তেলের দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১৬ টাকা বেড়েছে। মণে বেড়েছে ৬৪০ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও সয়াবিন তেল—দুটো পণ্যের দাম বাড়তির পথে রয়েছে। একই সঙ্গে শীত মৌসুম শুরু হওয়ায় পাম অয়েল বেচাকেনা কমে সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। এসবের প্রভাব পড়েছে সয়াবিন তেলের পাইকারি বাজারে। নিতাইগঞ্জে ধারাবাহিকভাবে বাড়ছে ভোজ্যতেলটির দাম।

শুক্রবার নিতাইগঞ্জ পাইকারি বাজারে প্রতি মণ (৪০ কেজি) সয়াবিন তেল ৪ হাজার ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়। সেই হিসাবে প্রতি কেজি সয়াবিন তেলের দাম পড়ে ১০৪ টাকা। ১০-১৫ দিন আগেও স্থানীয় বাজারে প্রতি মণ সয়াবিন তেল ৩ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছিল। কেজিপ্রতি ভোজ্যতেলটির দাম ছিল ৮৮ টাকা। অর্থাৎ নিতাইগঞ্জ পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে মণে ৬৪০ টাকা। কেজিপ্রতি ১৬ টাকা।

সানবিডি/এনজে/২:১৩/১১.২৮.২০২০