
সম্প্রতি সব ধরণের ক্রিকেট থেকে দীর্ঘ এক বছর নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে যাত্রা শুরু করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
যদিও এই টুর্নামেন্টের শুরুতে ব্যাট হাতে চমক দেখাতে পারেননি তিনি। জেমকন খুলনার হয়ে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৫ (১৩) ও ১২ (৯) রান করে সন্তুষ্ট থাকতে হয়েছে সাকিবকে।
শনিবার হয়ত নিজের ইনিংসকে বড় করতেই নিয়মিত ওপেনার ইমরুল কায়েসকে তিন নম্বরে পাঠিয়ে নিজেই ওপেনিংয়ে নেমে পড়েন সাকিব।
আর এমন চমক দেখানোর পরই ব্যক্তিগত এক মাইলফলক ছুঁয়ে ফেলেন সাকিব।
গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে চতুর্থ ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫ হাজার রান পূরণ করেন সাকিব।
বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজারি ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বাংলাদেশের হয়ে তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের ঝুলিতে এখন ৫৮৬৪ জমা পড়েছে।
সানবিডি/এনজে/৩:৩৬/১১.২৮.২০২০