
প্রথম ইনিংসে জয়ে ফেরার লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে গেছে খুলনা। খুব সহজেই এ রান তাড়া করে ফেলেছে চট্টগ্রাম। সৌম্য ফিরে গেলেও অপরাজিত ফিফটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান লিটন।
ম্যাচ জেতার পর্ব চট্টগ্রামের হাতে বাকি ছিল ৩৮টি বল। পরপর দুই ম্যাচে ৯ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মোহাম্মদ মিঠুনের দল।
রান তাড়া করতে নেমে কোনো ঝুঁকিই নেননি চট্টগ্রামের দুই ওপেনার লিটন ও সৌম্য। দলীয় ৭৩ রানের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে আউট হন ২৯ বলে ২৬ রান করা সৌম্য। তবে মুমিনুল হকের সঙ্গে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন লিটন। আসরের নিজের প্রথম ফিফটিতে ৪৬ বলে ৫৩ রান করেন লিটন, মুমিনুলের ব্যাট থেকে আসে ৫ রান।
সানবিডি/নাজমুল/০৪:২৮/২৮.১১.২০২০