স্বর্ণের দরপতন স্থায়ী না হওয়ার সম্ভাবনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৮ ১৮:৫০:৩৪

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রভাবে স্বর্ণের বাজারে টানা চাঙ্গা ভাব বজায় ছিল।তবে সম্প্রতি মূল্যবান ধাতুটির দামে বড় পতন দেখেছে বিশ্ববাসী। সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে চার মাসের সর্বনিম্নে নেমেছে। মূলত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে ওষুধ কোম্পানিগুলোর আশাবাদী খবরে মূল্যবান ধাতুটির এ দরপতন। তবে স্বর্ণের বাজারে বিদ্যমান দরপতন বেশি দিন স্থায়ী নাও হতে পারে। ফরাসি বিনিয়োগ প্রতিষ্ঠান সোসিয়েতে জেনারেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের বর্তমান দরপতন সাময়িক। ২০২১ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) নাগাদ মূল্যবান ধাতুটির দাম বর্তমানের তুলনায় বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হতে পারে।
সোমবার হঠাৎ করেই স্বর্ণের বাজারে বড় পতন দেখা দেয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) ইনডেক্স অনুযায়ী, ওইদিন যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮৩৯ ডলার ৫৭ সেন্টে নেমে যায়, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ কম। দিনের শুরুতে মূল্যবান ধাতুটির দাম ২ শতাংশ কমে গিয়েছিল। একই সময়ে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৮৩৬ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম। চার মাসের মধ্যে এটাই মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম।
সানবিডি/এনজে/৬:৫০/১১.২৮.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













