
কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ার কাপের যৌথ বাছাই ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শনিবার দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে দেশটির লুসাইল স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিলেন জামাল ভূঁইয়ারা।
সে ম্যাচে ০-১ গোলে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ২৪ মিনিটে একমাত্র গোলটি এসেছে স্বাগতিক দলের আবদুল রহমান মোর্শেদের পা থেকে।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মির কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
দুটি ম্যাচে হারের পর ভুলগুলো শুধরে নিতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
সানবিডি/এনজে/৩:১৩/১১.২৯.২০২০