ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৮৬ হাজার ৩৭৭টি শেয়ার ৮৭ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ার দর ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্ব শেষ লেনদেন হয় ৮৩ টাকায়।
লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল কাশেম ড্রাইসেলস লিমিটেড। কোম্পানির ৬৫ লাখ ২২ হাজার ৯৪৫টি শেয়ার ৭০ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ারটির দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্ব শেষ লেনদেন হয় ১১০ টাকা ৩০ পয়সায়।
লেনদেনের তৃতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ১০ লাখ ৪০ হাজার ৯৩৪টি শেয়ার ৬১ কোটি ৬২ লাখ ১৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ারটির ৯ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শেষ কার্যদিবসে শেয়ারটির সর্ব শেষ লেনদেন হয় ৩০ টাকায়। এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ, এমারেল অয়েল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এসিআই লিমিটেড, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস ও বিএসআরএম স্টিল লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসএস