পাতা পেঁয়াজে সয়লাব হিলি স্থলবন্দর

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৯ ১৬:১২:৩৩


দিনাজপুরের হিলি  স্থলবন্দরের পাইকারি বাজার সয়লাব হয়ে উঠেছে নতুন মৌসুমে উৎপাদিত পাতা পেঁয়াজে।নতুন এই পেঁয়াজের  প্রভাব পড়েছে বাজারেও। পণ্যটির সরবরাহ আধিক্যে পেঁয়াজের দামও আগের তুলনায় অনেকটা কমে এসেছে। হাসি ফুটেছে ক্রেতাদের মুখে।

শনিবার হিলির পাইকারি বাজার ঘুরে প্রায় সব দোকানে পাতা পেঁয়াজের আধিক্য দেখা গেছে। বাজারে নতুন ওঠা এসব পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৩০-৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে দেশে উৎপাদিত পুরনো পেঁয়াজ (আগের মৌসুমের) কেজিপ্রতি ৬০ টাকায় বিক্রি হয়।

সানবিডি/এনজে/৪:১০/১১.২৯.২০২০