কলকাতায় তৃতীয় লিঙ্গের মানুষেরা হচ্ছে ‘সিভিক পুলিশ’

আপডেট: ২০১৫-১০-০১ ১৪:৪১:৫২


bhaskar_705072642ট্রাফিক পুলিশের সাহায্যকারী ‘সিভিক পুলিশ’ হিসেবে নিযুক্ত হতে চলেছে কলকাতার তৃতীয় লিঙ্গের মানুষেরা। ইতোমধ্যেই সরকারিভাবে নিয়োগের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা এ বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সম্মান সম্পর্কে সমাজের সাধারণ মানুষদের সচেতন করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।

তিনি আরও জানান, এ ধরনের কাজে যুক্ত হতে থাকলে সমাজের কাছে বেশি করে গ্রহণযোগ্য ও স্বাভাবিক হয়ে উঠবে তৃতীয় লিঙ্গের মানুষেরা। যদিও মন্ত্রী এ কথা স্বীকার করেছেন, এভাবে তাদের সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করা সময়সাধ্য।

তবে এ ধরনের প্রচেষ্টা দীর্ঘকালীন ভিত্তিতে ইতিবাচক ফল দেবে বলেও মনে করেন তিনি।

পশ্চিমবঙ্গের তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নতিতে বিশেষ ‘বোর্ড’ গঠন করা হয়েছে। মনে করা হচ্ছে এ ধরনের পরিকল্পনার মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের একদিকে যেমন পেশার ব্যবস্থা করা যাবে, অন্যদিকে তাদের সমাজের মূল স্রোতে শামিল করার চেষ্টাও এগিয়ে যাবে।

সানবিডি/ঢাকা/রাআ