
সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের শোকের সাগরে ভাসিয়ে আচমকাই মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দিয়েগো ম্যারাডোনা।
তার মরদেহ সমাহিত করার পর যে প্রশ্নটি কোটি কোটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, ম্যারাডোনার সম্পদের অংশীদার কারা হবেন? ইতোমধ্যে আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যম খুঁজে বের করেছে প্রায় ৯০ মিলিয়ন ডলারের (প্রায় ৭৬৫ কোটি টাকা) সম্পত্তি রেখে গেছেন ম্যারাডোনা।
আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ৭৫ থেকে ৯০ মিলিয়ন ডলারের সম্পদ রেখে গেছেন ম্যারাডোনা। এগুলোর মধ্যে আছে বুয়েনাস আয়ার্সে বেশ কয়েকটি বাড়ি, স্বর্ণালংকার ও কয়েকটি গাড়ি। এর মধ্যে রোলস রয়েস, বিএমডব্লিউর সর্বাধুনিক মডেলের বিলাসবহুল গাড়িও রয়েছে। আর্জেন্টিনা, দুবাইসহ তিনি যেসব জায়গায় বসবাস করেছেন, সেখানে কিছু প্রতিষ্ঠানে তার মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে।
তিনি সর্বশেষ যে ক্লাবের কোচ ছিলেন, সেই জিমনেশিয়া ক্লাবের সঙ্গেও তার দেনাপাওনা থাকতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ড 'পুমা'র সঙ্গে তার স্পন্সরশিপ চুক্তি রয়েছে, কোনামি ও ইএ স্পোর্টসের সঙ্গে তার ইমেজ রাইটস চুক্তি রয়েছে। ফিফা গেম তৈরিকারকদের সঙ্গেও চুক্তি রয়েছে। এসব চুক্তি থেকে ভবিষ্যতেও মোটা অর্থ পাওয়া যাবে। এই অর্থও তার উত্তরাধিকারীরাই পাবেন।
এ ছাড়া আর্জেন্টিনার নারী ফুটবলার ভ্যালেরিয়া সাবালিনের সঙ্গে সম্পর্ক ছিল তার। জানা ম্যারাডোনা নামে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। জানার বয়স ১৮ হওয়ার পর তাকে স্বীকৃতি দেন ম্যারাডোনা। এই পাঁচজনের বাইরে আরও ছয়জন নিজেদের ম্যারাডোনার সন্তান হিসেবে দাবি করছেন। এর মধ্যে তিনজন আদালতে মামলাও ঠুকেছেন। আগামী বছরের শুরুতে তাদের সঙ্গে ম্যারাডোনার ডিএনএ পরীক্ষার নির্দেশও দিয়েছিলেন আদালত। ম্যারাডোনার মৃত্যুতে বিষয়টি নিশ্চিতভাবেই জটিল হয়ে যাবে।
সানবিডি/নাজমুল/০৬:২৫/২৯.১১.২০২০