আইসএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো ইসলামী ব্যাংক
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৯ ২১:১৫:৪৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্পোরেট গভর্নেন্স ক্যাটাগরিতে ‘২০তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়্যাল রিপোর্টস ২০১৯’ অর্জন করেছে। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পনি সচিব জে. কিউ. এম. হাবিবুল্লাহর হাতে পুরস্কার হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মুহাম্মদ হামিদ উল্লাহ ভূঁইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মো. আশরাফুল হক, উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে/৯:১৫/১১.২৯.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













