বেড়েই চলেছে তামার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-৩০ ১৪:১৩:৩৯

অব্যাহতভাবে বেড়েই চলেছে তামার দাম। কোনো ভাবেই এর দামের ঊর্ধ্বমুখী প্রবণতা থামছে না। এ ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম টনপ্রতি ৭ হাজার ৪৬০ ডলার ছাড়িয়ে গেছে। বাড়তি চাহিদার বিপরীতে করোনাকালে ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক উত্তোলন সীমিত হয়ে আসায় আন্তর্জাতিক বাজারে তামার দাম বাড়তির দিকে রয়েছে। খবর মেটাল বুলেটিন ও বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২৭ নভেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৭ হাজার ৪৬২ ডলারে বিক্রি হয়েছে। এর আগের দিনও ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ছিল ৭ হাজার ৩৫৬ ডলার ৫০ সেন্ট। একদিনের ব্যবধানে ব্যবহারিক ধাতুটির দাম বেড়েছে ১০৫ ডলারের বেশি।
এক মাস আগেও এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ৬ হাজার ৮০০ ডলারের নিচে ছিল। গত ২৭ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয়েছিল ৬ হাজার ৭৮৭ ডলার ৫০ সেন্টে। ৯ নভেম্বর ব্যবহারিক ধাতুটির দাম ৭ হাজার ডলারের মাইলফলক ছুঁয়ে যায়। ওইদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৭ হাজার ১১৩ ডলারে।
এর পর থেকে ক্রমান্বয়ে বাড়তির পথে রয়েছে তামার দাম। ২৩ নভেম্বর এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৭ হাজার ২১৫ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। পরদিন তা আরো বেড়ে টনপ্রতি ৭ হাজার ৩০২ ডলারে উন্নীত হয়।
সানবিডি/এনজে/২:১০/১১.২৩.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













