রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম জামাতের (কাদিয়ানি) মসজিদে বোমা হামলায় যে যুবকের মৃত্যু হয়েছে তিনি আত্মঘাতী ছিলেন কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আত্মঘাতী হামলা হবে কেন। বোমা নিয়ে এসেছিল। বিস্ফোরক তো যেকোনো সময় ফেটে যেতেই পারে। তবে যাই হোক, আমরা তদন্তের পরই সবকিছু জানাবো।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, এর অংশ হিসেবেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বাগমারার মচমইল গ্রামের সৈয়দপুর বকপাড়া আহমদিয়া মুসলিম জামাত মসজিদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। আহত হন কমপক্ষে ১০ জন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা ওই যুবক আত্মঘাতী ছিলেন। তবে যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শুক্রবার গভীর রাতে বাঘমারা থানায় মামলা দায়ের করেছে।
সানবিডি/ঢাকা/এসএস