রাবি ক্যারিয়ার ক্লাবের কেসএক্সপার্ট বিষয়ে রেজিষ্ট্রেশন শুরু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-১২-০১ ১০:৪৪:২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে প্রথমবারের মতো ‘কেসএক্সপার্ট’ এর আয়োজন করেছে সংগঠনটি। রেজিষ্ট্রেশন চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান সংগঠনটির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মিজানুর রহমান তাসিব।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেকোন বিভাগের শিক্ষার্থীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন চলবে ০৬ ডিসেম্বর পর্যন্ত। একজন শিক্ষার্থী একাই অথবা দুইজনের টিম নিয়েও কম্পিটিশনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে। বিস্তারিত তথ্য https://fb.me/e/YCB3H5WQ তে জানা যাবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন টিমের জন্য ৩০০০ টাকা প্রাইজ মানিসহ বহুব্রীহির যেকোন কোর্সে ২০০০ টাকার ভাউচার।প্রথম রানার্স আপ টিমের জন্য ২০০০ টাকার প্রাইজ মানিসহ বহুব্রীহির কোর্সে ৪০% ডিসকাউন্ট। দ্বিতীয় রানার্স আপ টিমের জন্য ১০০০ টাকার প্রাইজ মানিসহ বহুব্রীহির যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট।
অনুষ্ঠানে ই-লার্নিং পার্টনার থাকছে বহুব্রীহি, রেডিও পার্টনার হিসেবে থাকছে ক্যার্নিভাল, মিডিয়া পার্টনার থাকছে দ্য বিজনেস স্টান্ডার্ড, দৈনিক বাংলাদেশের খবর ও জাগো নিউজ২৪.কম।
সার্বিক বিষয়ে আরইউসিসি’র সভাপতি চার্লস অপু ফলিয়া বলেন, আমরা প্রথম বারের মত “কেসএক্সপার্ট” আয়োজন করছি শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। একটি কেস কিভাবে সমাধান করা যাবে সে বিষয়ে অনলাইন ওয়ার্কশপেরও ব্যবস্থা। আশাকরি এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের দক্ষতা আরও ভালোভাবে যাচাই করতেন পারবেন। যা তার ভবিষ্যৎ চাকরি জীবনের জন্য সহায়ক হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সংশ্লিষ্ট সংগঠন। এ পর্যন্ত পরপর ৭ টি জব ফেয়ার ও ৬ টি ক্যারিয়ার ফেস্টসহ বিভিন্ন ওয়ার্কশপ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সেমিনার করে থাকে।
সানবিডি/নাজমুল/১০:৪৩/০১.১২.২০২০