রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
রোগীকে যৌন নির্যাতন: অত:পর গ্রেফতার
প্রকাশিত - ডিসেম্বর ২৬, ২০১৫ ৩:৪৭ পিএম
রাজধানীর একটি হাসপাতালে রোগীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত এক স্টাফ নার্সকে গ্রেফতার করেছে র্যাপিড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে কাজ করতেন। হাসপাতালে যৌন নির্যাতনের ওই ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান সাইফুলকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
সাইফুল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর গত ৩০ অক্টোবর তাকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে এ ঘটনায় হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পরদিন হাই কোর্টের নির্দেশে সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.