আউন্সে রেকর্ড ১৭৭০ ডলার কমেছে স্বর্ণের দাম

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০১ ১৪:৩৯:৫৭


বৈশ্বিক বাজারে কয়েকদিন ধরেই কমছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম।এ ধারাবাহিকতায় গতকাল যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম কমে আউন্সপ্রতি ১ হাজার ৭৭০ ডলারের নিচে নেমেছে। চলতি মাসে মূল্যবান ধাতুটির দামে চার বছরের মধ্যে সর্বোচ্চ পতন দেখা গেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদ যত বাড়ছে স্বর্ণের দাম ততই কমতে শুরু করেছে। তবে অনেক বাজার বিশ্লেষক বলছেন, স্বর্ণের এ দরপতন সাময়িক। দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুটির বাজার চাঙ্গা থাকতে পারে। খবর বিজনেস লাইন।

সর্বশেষ কার্যদিবসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে দাঁড়ায় ১ হাজার ৭৬৬ ডলার ২৬ সেন্টে। তবে দিন শেষে মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ১ হাজার ৭৭৪ ডলার ৬৫ সেন্টে বিক্রি হয়। এ সময় ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ১ হাজার ৭৭২ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাসে স্বর্ণের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে গেছে। ২০১৬ সালের নভেম্বরের পর আর কোনো মাসে মূল্যবান ধাতুটির দাম এতটা কমেনি।

সানবিডি/এনজে/২:২৬/১২.০১.২০২০