মেসিদের ১২শ’কোটি টাকা বেতন কাটলো বার্সা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০১ ১৯:২১:৩২

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বার্সেলোনার ম্যানেজমেন্টের সঙ্গে বেতন কমানোর প্রশ্নে রাজি হলেন লিওনেল মেসিরা। বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ক্লাবটির খেলোয়াড় এবং কর্মকর্তাদের বেতন কমিয়ে আনা হয়েছে সর্বমোট ১২২ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে ১২ শ’ কোটি টাকা)।
সেই সঙ্গে বার্সার বর্তমান অন্তর্বর্তিকালীন কার্যনির্বাহী কমিটি জানিয়ে দিয়েছে, ক্লাবের আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়সীমা। আগামী বছর জানুয়ারির ২৪ তারিখে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্টসহ বার্সার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
সানবিডি/এনজে/৭:২১/০১.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












