
দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অপেনার তামিম ইকবাল। অনেক রেকর্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম। তিন ফরম্যাটেই ব্যাট হাতে বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন তামিম। এবার তিনি নাম লেখালেন নতুন রেকর্ডে, দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে পৌঁছলেন কুড়ি ওভারের ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকে।
বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ২৫ থেকে ৩১ রানে পৌঁছে যান তামিম। আর এতেই পূরণ হয় তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৬ হাজার রান। ক্যারিয়ারের ২১৩তম ম্যাচের ২১২তম ইনিংসটি খেলতে নেমে এ মাইলফলকে পৌঁছালেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা তামিম।
আর এতেই তিনি হয়ে গেছেন কুড়ি ওভারের ফরম্যাটে ৬ হাজার রান করাদের মধ্যে বিশ্বের দশম দ্রুততম ব্যাটসম্যান। তার সামনে রয়েছেন ক্রিস গেইল, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ব্রেন্ডন ম্যাককালামরা। তবে তার পেছনে রয়েছেন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনিদের মতো ব্যাটসম্যানরা।
সানবিডি/এনজে/৪:০৪/০২.১২.২০২০