চলছে ধান কাটার উৎসব,তবু বিষণ্ন কৃষকের মুখ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-১৬ ১১:১৭:২২


বাগেরহাটের শরণখোলায় আমন ধানের মাঠে চলছে সোনালি ধান কাটার উৎসব।এই এলাকায় নতুন ধানের মম গন্ধে ভরে উঠেছে বাড়ির আঙিনা, মাঠঘাট, পথ-প্রান্তর। চাষি ও কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে এখন। তবে, নতুর ফসল ঘরে তোলার আনন্দ যেমন রয়েছে, তেমনি হতাশাও কম নয় চাষিদের।

এর কারণ হচ্ছে, এ বছর মৌসুমের শুরু থেকে কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগ এবং পোকার আক্রমণে বেশ ক্ষতি হয়েছে আমনের। যে পরিমাণ ফসলের আশা নিয়ে চাষাবাদ করা হয় তা পূরণ হবে না তাদের। অতি বৃষ্টি এবং কারেন্ট ও লেদা পোকার আক্রমণে এবছর উৎপাদন অনেক কম হওয়ার কথা বলেছন চাষিরা। যার ফলে, গতবারের তুলনায় ধানের দাম বেশি হলেও হাসি নেই চাষির মুখে।

সানবিডি/এনজে/৫:০২/০২.১২.২০২০