দেশের কাজে নিযুক্ত থাকেন রাষ্ট্রপতি। সারাদিন তিনি মহাব্যস্ত। কারো ব্যক্তিগত সমস্যা সমাধানের সময় আর কোথায়? কিন্তু সম্প্রতি এক ব্যক্তির জীবন বাঁচালেন তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তায়েপ এরদোয়ান। নিশ্চয়ই বুঝতে পারছেন না যে রাষ্ট্রপতি আবার কারো জীবন বাঁচালো কিভাবে। তাহলে পুরো ঘটনাটি শুনুন।
তুরস্কে ভেজির চাতরাস নামের এক ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। তাকে মৃত্যু থেকে বাঁচিয়েছেন স্বয়ং রাষ্টপতি। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে সেতু থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পরে তাকে নিজের কাছে ডেকে নিয়ে বোঝান রাষ্ট্রপতি এরদোগান। পরে রাষ্ট্রপতির অনুরোধে সিদ্ধান্ত পাল্টে ঘরে ফিরে গেছেন ওই তুর্কি নাগরিক।
পারিবারিক কলহ আর মানসিক অশান্তির কারনে আত্মহত্যা করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। শুক্রবার দুপুরে ইস্তানবুলের বসফরাস প্রনালীর সেতুর রেলিং পার হয়ে পানিতে লাফিয়ে পরে আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেসময়ই উসকুদার মসজিদে জুমা নামায শেষে সেতু পথেই প্রনালী পার হতে থাকা রাষ্ট্রপতি এরদোয়ান সেতুর রেলিং এর বাইরে খেয়াল করেন ওই ব্যক্তিকে।
গাড়ি বহর থামিয়ে তাৎক্ষনিক রাষ্ট্রপতি নিরাপত্তায় নিয়োজিত সিকেডি কর্মকর্তাদের পাঠিয়ে চাতরাস’কে থামানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি। প্রথমে অবিশ্বাস করলেও রাষ্ট্রপতির গাড়ি বহর ও গাড়ির জানালা দিয়ে রাষ্ট্রপতি এরদোয়ানকে দেখে ফিরে আসেন চাতরাস। রাষ্ট্রপতির গাড়িতে এসে স্থানীয় ঐতিহ্য মতে রাষ্ট্রপতির হাতে চুমুও খান তিনি। পরে বেশ কিছু সময় চাতরাসের সমস্যা শুনে সমাধানের আশ্বাস ও পরবর্তী সময়ে আত্মহত্যার মতো কাজে না যাওয়ার পরামর্শ দিয়ে সেতু ত্যাগ করেন রাষ্ট্রপতি।
পরে রাষ্ট্রপতি বহরেই সেতু ত্যাগ করা ভেজির চাতরাসকে স্থানীয় পুলিশের কাছে সাধারন ডায়েরি করতে পৌছে দিয়েছে সিকেডি সদস্যরা। প্রয়োজনীয় কাজ শেষে রাতেই বাড়িতে পাঠানো হয় তাকে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=aTCCR7JNd14
সানবিডি/ঢাকা/এসএস