শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চাই

আপডেট: ২০১৫-১২-২৭ ১৩:১৪:১১


Fakhrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র সারাদেশে সরকার দলীয় প্রার্থীর লোকজন বিএনপি প্রার্থীদের হয়রানি করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর করছে। তবুও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। শেষ সময় পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে চাই।’

ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে শনিবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে যাত্রাবিরতিকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সেনা মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

এ সময় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আব্দুল মোমিন তালুকদার খোকা, কাজী রফিকুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বগুড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের কথা বলা হলেও মির্জা ফখরুল ইসলাম গণসংযোগ না করেই ঢাকার পথে রওয়ানা দিয়েছেন।