নেইমারের জোড়া গোলে পিএসজির দারুণ জয়
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২০-১২-০৩ ১১:২০:২৭

আগে থেকেই ছিল পিছিয়ে পড়া পিএসজিকে ফিকিন্স পাখির মত উড়ে এসে ধ্বংসস্তুপ থেকে দলটিকে উদ্ধার করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
৪ ম্যাচে ৬ পয়েন্ট। প্যারিস সেন্ট জার্মেইয়ের সামনে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা ছিল যেন সুদুর পরাহত। তারওপর, বুধবার রাতের ম্যাচটা ছিল তাদের ম্যানইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।
ওল্ড ট্র্যাফোর্ড, প্রতিপক্ষের মাঠ- এসব কিছুরই পরোয়া করলেন না নেইমার। করলেন জোড়া গোল। তার জোড়া গোলে শেষ পর্যন্ত স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখলো পিএসজি।
পিএসজির এই জয়ের ফলে এইচ গ্রুপ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে। আগামী সপ্তাহে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচ। ওই ম্যাচেই মূলতঃ নির্ধারণ হবে, কোন দুটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। কারণ- ম্যানইউ, পিএসজি এবং আরবি লেইপজিগ- এই তিনটি দলেরই পয়েন্ট সমান ৯ করে। শেষ যদিও গোল ব্যবধানে শীর্ষে ম্যানইউ, দ্বিতীয় স্থানে পিএসজি।
সানবিডি/নাজমুল/১০:৫৭/০৩.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












