ঘোষণা ছাড়াই শেষ ওপেক প্লাসের মন্ত্রীপর্যায়ের বৈঠক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-০৩ ১৭:০৬:০৩

কোন ধরণের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শেষ হয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও এর মিত্র দেশগুলোর মন্ত্রিপর্যায়ের বৈঠক। করোনা মহামারীর কারণে অনলাইনে অনুষ্ঠিত দুদিনের এ বৈঠক শেষে জোটভুক্ত দেশগুলোর পক্ষ থেকে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন কমিয়ে আনতে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ঐক্যবদ্ধ ঘোষণা আশা করছিলেন খাতসংশ্লিষ্টরা। বাস্তবে তা হয়নি। তবে বৈঠকের পর আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চুক্তির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বেশির ভাগ সদস্য দেশ এতে রাজিও হয়েছে। আবার অনেক গণমাধ্যম জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আরো আলোচনা প্রয়োজন। এজন্য সময় নিচ্ছে ওপেক প্লাস। তাই বৈঠকের পর পরই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
এ বিষয়ে ওপেকের বৈঠকে অংশ নেয়ার পর আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী আবদেলমাজিদ আত্তার বলেন, জোটের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিদ্যমান চুক্তির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে পরবর্তী তিন মাস ওপেক-নন ওপেক দেশগুলো সম্মিলিতভাবে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ৭৭ লাখ ব্যারেল কমিয়ে আনতে পারে।
সানবিডি/এনজে/৫:০৫/০৩.১২.২০২০







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













