শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ গ্রেফতার ৩৫
প্রকাশিত - ডিসেম্বর ২৭, ২০১৫ ১:১৮ পিএম

সাতক্ষীরায় র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ এই অভিযান চালানো হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতভর যৌথবাহিনীর অভিযানে সদর থানা এলাকা থেকে ১০ জন, কলারোয়া থেকে ৬ জন, কালিগঞ্জ থেকে ৫ জন, আশাশুনি ও দেবহাটা থেকে চারজন করে আটজন, শ্যামনগর থেকে তিনজন এবং তালা ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে একজন করে মোট দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করেছে জানিয়ে ইনামুল বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে ১০ জামায়াত-শিবিরের কর্মী। বাকিরা বিভিন্ন মামলার আসামি। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.