
অবশেষে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার মতো ফিটনেস অর্জন করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টে খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা পার করতে হতো। আজ সেই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন ম্যাশ। চলতি টুর্নামেন্টের তিনটি দল তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে। লটারীর মাধ্যমে নির্বাচিত হবে মাশরাফির ঠিকানা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন মাশরাফি। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়। আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসেন মাশরাফি। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে তিনি পরীক্ষা দেন। তিনি সেই পরীক্ষায় পাস করেছেন।
সানবিডি/এনজে/৩:৫১/০৬.১২.২০২০