দেশের তিন সমুদ্র বন্দর ভুটানের জন্য উন্মুক্ত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০৬ ১৭:৪৩:২৩


বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রা ‍ভুটানের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর উন্নয়ন কাজ চলছে এবং এটিও ভুটান ব্যবহার করতে পারবে। চিলমারি ও নারায়ণগঞ্জের পানগাওঁ বন্দরও ভুটান ব্যবহার করতে পারবে।

‍আজ রবিবার (৬ ডিসেম্বর) দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। এর আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা চুক্তি সই করেন।

প্রধানমন্ত্রী জানান, ভুটান থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য বোল্ডার আসবে এবং সতেজ ফলমূলও আসবে এবং ভুটানিজরা বাংলাদেশের কাপড় ও ওষুধ পাবে।

সানবিডি/এনজে/৫:৪৩/০৬.১২.২০২০